বনবাসে আদিম আগুন

কীভাবে ক্যাম্প ফায়ার করবেন

আপনি যখন তাঁবুবাস করবেন, তখন ক্যাম্পফায়ার আপনার খুব প্রয়োজন।

তাঁবুর কাছাকাছি কোথাও একটা আগুন জ্বেলে গা গরম করে নেওয়া। অথবা ক্যাম্পফায়ারে খাবার ঝলসে নেওয়ার দরকার হতে পারে।

এই প্রতিবেদনের ভিডিওচিত্রে দেখা যাচ্ছে একজনকে ক্যাম্পফায়ার তৈরি করতে।

তিনি এসেছেন বনবাসে। তাঁবু সঙ্গে নিয়ে।

অন্যরা যেমন করে বনভোজনে আসে, তিনি তেমনভাবে আসেননি। এসেছেন কোনো একটা দুঃখের পুকুর পাড়ি দিয়ে।
কী সেই দুঃখ?

campfire in forest. Lengura netrakuna, garo hills
বনবাসে তৈরি করা আগুনে খাবার ঝলসে নিচ্ছেন দুঃখি পর্যটক। অভিনয় : শাহ্ শান্ত। ছবি : আনন্দ সরকার, ট্রাভেলাইফ

মানুষের দুঃখের কোনো শেষ নেই। ভিডিওচিত্রে দেখা এই ট্রাভেলারের কি দুঃখ সেটা তিনি নিজেই জানেন। আবার কিছু মানুষ আছেন, তারা আনন্দ খুঁজে পান একাকিত্বে। নিঃসঙ্গতা এদের আনন্দের উৎস।

যে কারণেই হোক, একা যারা বনবাসে যাবেন, তারা কেমন করে ক্যাম্পফায়ার করবেন। আর কেমন করে খাবার ঝলসে নেবেন, দেখে নিতে পারেন একনজর।

এই ভিডিওচিত্রটি পরিচালনা করেছেন মশিউর রহমান কায়েস। এতে অভিনয় করেছেন শাহ শান্ত। চিত্র ধারণ করেছেন আনন্দ সরকার।

ইংরেজিতে পড়তে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here