‘দেওরা ২’ গান নিয়ে কিশোরগঞ্জের মঞ্চে উঠেছিলেন ইসলাম উদ্দিন পালাকার। এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ পাওয়া শিক্ষার্থীদের সম্মানে অনুষ্ঠানটি আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা।

ইসলাম উদ্দিনের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রামে।  একবার তার গ্রামে কিচ্ছাগান করতে আসেন কুদ্দুস বয়াতী। গান দেখা ভালো লাগে ইসলামের। পরে কুদ্দুস বয়াতির কাছে গান শিখতে যান তিনি, ছয়হাজার টাকা সম্মানীর বিনিময়ে। বছরখানেকের মধ্যে তিনি অনেকটাই দক্ষ হয়ে উঠেন। তারপর দল নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে পরিবেশন করতে থাকেন ‘আমির সাধু’, ‘সুন্দরমতি’, ‘রাম-বিরাম’, ‘ গেন্দেকুল’, ‘জাহাঙ্গীরবাদশা’, ‘মতিলাল’, ‘ফিরোজ খাঁ’, ‘রূপকুমার’ ‌‌’উতলা সুন্দরী’ কিচ্ছা। ইসলাম উদ্দিন এখন কুদ্দুস বয়াতির মতোই পরিচিত নাম।

অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন পত্রিকাটির কিশোরগঞ্জ প্রতিনিধি তাফসিলুল আজিজ।

কণ্ঠ : ইসলাম উদ্দিন পালাকার

আয়োজনে : প্রথম আলো বন্ধুসভা

লোকেশন : কিশোরগঞ্জ

তারিখ : ২১.০৯.২০২৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here