কিশোরগঞ্জ শহর থেকে মাত্র ১২০০ সেকেন্ড দূরে কালিয়ারকান্দা হাওর। এটি বড় হাওর নামেও পরিচিত। ঢাকা থেকে ট্রেনে রওনা করে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে নেমে বিশ মিনিট গাড়ি চালিয়ে যেতে হবে মাঠের বাজার এলাকায়। ওখান থেকে কালিয়ারকান্দা সিংগুয়া নদীতে। তারপর দেখা যাবে খোলা হাওর।
এই হাওরের চারদিকে কিশোরগঞ্জ জেলার চারটি উপজেলার সীমান্ত- কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ, কটিয়াদি ও নিকলী।
পর্যটকদের কাছে পরিচিত নিকলী হাওর এখান থেকে কেয়েক কিলোমিটার দূরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here