ছাতিরচর করচবনে

নিকলী হাওরে জলাবন

রাতারগুলের জলাবন আবেদন হারানোর পর বাংলাদেশের পর্যটকদের দৃষ্টি কেড়েছে ছাতিরচরের করচবন। ছাতিরচর হাওর এলাকার একটি গ্রাম। অবস্থান কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। বর্ষায় হাওর যখন ভাসা পানিতে থইথই করে, দ্বীপের মতো গ্রাম ছাতিরচরের করচবন দেখতে আসেন পর্যটকেরা।

ঢাকা থেকে যারা যান, তারা কিশোরগঞ্জ শহরের আগেই পুলেরঘাট এলাকায় বাস থেকে নেমে যান। ট্রেনের যাত্রীরা নামের গচিহাটা স্টেশনে। আর যারা কিশোরগঞ্জ শহর হয়ে নিকলী যেতে চান, তাদেরকে যেতে হয় শহর থেকে ষোল কিলোমিটার দূরে খয়রত গ্রামে। ওখান থেকে শুরু হয়েছে রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়ক। দৈর্ঘ্যে মিনিট দশেক। তারপরই নিকলী। দশমিনিটের এই যাত্রাটা স্বপ্নের মতো। দুই পাশে বাতাস খলবল করে হাওরের জলে। মাথার ওপর ভেসে যায় মেঘের মাদুর। আর বাতাস কেটে এগিয়ে যায় পর্যটকদের বাহন।
ট্র্যাভেলাইফের আজকের প্রতিবেদন নিকলীর হাওরগ্রাম ছাতিরচর নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন আহমদ আমিন।

নিকলী বেড়িবাঁধ। এখানেই পর্যটকেরা আসেন হাওর দেখতে। সাগর দেখার মতো করে দেখেন হাওরের জল। খোলা আকাশ।

আকাশের কাছাকাছি সবুজ রেখা টেনে রেখেছে হাওরগ্রাম ছাতিরচর। দূর থেকে ডাকছে হাতছানি দিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here